ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মির্জাপুরে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিলের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলার গোড়াই ইউনিয়নের নাজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



নিহতরা হলো-গোড়াই কটন মিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র শাহাদত হোসেন ও টাঙ্গাইল বুলবুল একাডেমির নবম শ্রেণির ছাত্র রেদোয়ান সাকিব।

শাহাদত গোড়াই নাজির পাড়া গ্রামের মনির সিদ্দিকী ও সাকিব কালিয়াকৈর উপজেলার রশিদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে শাহাদত ও সাকিব গোড়াই বিলে ডিঙি নৌকা নিয়ে বেড়াতে যায়। সেখানে সাকিব হঠাৎ পানিতে পড়ে গেলে শাহাদত তাকে টেনে তুলতে চেষ্টা করলে সেও পানিতে পড়ে যায়। তারা অনেক্ষণ পরও ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। অনেক খোঁজার পরেও না পেয়ে গোড়াই বিলে গিয়ে ডিঙি নৌকা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়।

পরে খবর দিলে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিকেল সাড়ে পাঁচটায় বিল থেকে সাকিব ও শাহাদতকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুর রহমান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি হৃদয় বিদারক ও মর্মান্তিক।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ