নাটোর: ভেজাল কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নাটোর সদর উপজেলার দুই কীটনাশক বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার লক্ষ্মীপুর হাটের কীটনাশক ব্যবসায়ী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক ইমরান হোসেন (৪০) ও মেসার্স তাসিন এন্টারপ্রাইজের মালিক ফারুক কামাল (৪২)। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে নাটোর সদর উপজেলা কৃষি অফিসার ড. সাইফুল আলম ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর