বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা বর্জন করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম সমন্বয় কমিটির সভা মুলতবি ঘোষণা করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ডাকা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বর্জনের এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়।
সভায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিজু বাংলানিউজকে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুল হকের বিরুদ্ধে এলজিএসপি’র অর্থায়নে শচিয়ানি আনসার ভিডিপি কমিউনিটি ক্লাব নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ আনেন। এছাড়াও তারা এ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ করেন।
পাশাপাশি এ কর্মকর্তা বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠাণ্ডুর বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলা দায়ের করেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনসার ভিডিপি কর্মকর্তার অপসারণ দাবি করে আইন-শৃঙ্খলা কমিটির সভা বর্জন করেন বলে তিনি জানান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বর্জন করায় তা মুলতবি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমবিএইচ/এএসআর