যশোর: যশোরের বেনাপোলে এক ভ্যানচালক বিল্লাল হোসেন হত্যা মামলায় ফারুক হোসেন নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে যশোরের স্পেশাল জজ আদালতের (জেলা জজ) বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন।
যশোর কোর্ট পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ফারুক হোসেন বর্তমানে পলাতক।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা এলাকার বিল্লাল হোসেন ভ্যানসহ নিখোঁজ হন। পরদিন ১ সেপ্টেম্বর সকালে তার মরদেহ ঝিকরগাছার হোগলাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ধানক্ষেতে পাওয়া যায়। ওই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত একমাত্র আসামি ফারুক হোসেনের ফাঁসির আদেশ দেন।
আদালতের সরকারপক্ষের আইনজীবী এসএম বদরুজ্জামান পলাশ জানিয়েছেন, এ মামলায় বেশ কয়েকজনকে আটক করা হয়। কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আসামি ফারুক হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। বুধবার তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পিসি