ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুরে এক ব্যক্তিকে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মহেশপুরে এক ব্যক্তিকে পিটিয়ে আহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ইমদাদুল হক (৩৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ইমদাদুলের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় তারা।

আহত ইমদাদুল হক সাহবাজপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ জানায়, ইমদাদুল হক ও একই গ্রামের জব্বার আলীর ছেলে আব্দুস ছাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিকেলে ইমদাদুলের বাড়িতে হামলা করে তাকে বেদম মারধর করে প্রতিপক্ষ। পরে তার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ এসে ইমদাদুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম শাহিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় স্থানীয় এসবিকে ইউনিয়ন পরিষদের সদস্য ছাদেক আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ