ফরিদপুর: ফরিদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে।
কবি জসীমউদদীন হল চত্ত্বরে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্টলগুলোকে শুভেচ্ছা স্মারক প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানের আগে মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএসআর