বগুড়া: বগুড়া জিলা স্কুল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মাধ্যমে এ মেলা শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সংসদ সদস্য হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কাজ করছে। জনগণের ভাগ্যোন্নয়ে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সরকার বিভিন্ন উন্নয়নমূলক কমকাণ্ড চালিয়ে যাচ্ছে। যে কারণে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
আর বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতেই এই মেলার আয়োজন বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চন্ডী দাস কুন্ডু, গণপুর্ত অধিদপ্তরে উপ-পরিচালক সালাহ উদ্দীন আহমেদ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উন্নয়ন মেলায় অংশ নেওয়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমবিএইচ/এইচএ