ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে প্রয়াত আইনজীবী সহকারীদের পরিবারকে ভাতা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ফরিদপুরে প্রয়াত আইনজীবী সহকারীদের পরিবারকে ভাতা প্রদান

ফরিদপুর: ফরিদপুর আইনজীবী সহকারী সমিতির সদস্যদের মৃত্যুকালীন ও অবসর ভাতা তাদের পরিবারকে প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর শহরের কোর্ট চত্ত্বরে সমিতির নিজ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি ও কেন্দ্রীয় উচ্চ পরিষদ সদস্য হায়দার আলী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে আইনজীবী সহকারী মরহুম মোঃ আবুল হাসেমের নামে ঢাকা কেন্দ্রীয় কল্যাণ তহবিল থেকে দেওয়া ৬০ হাজার টাকা ও জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ তহবিল থেকে ৫০ হাজার টাকা মোট ১ লাখ ১০ হাজার মৃত্যুকালীন ভাতা হিসাবে তার স্ত্রী নাজমা বেগমের হাতে তুলে দেন জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ হায়দার আলী ও জেলা সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান। এ সময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনজীবি সহকারী আবুল হাসেম গত ১১ আগস্ট  মৃত্যুবরণ করেন।

এর আগে সমিতির সদস্য আলী হোসেন মিয়া ও হারুন অর রশিদ মৃত্যুবরণ করায় তাদের দু’জনের পরিবারকেও অবসর ভাতা সমিতির নিয়ম অনুযায়ী পরিশোধ করা হয়।

শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ