ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হাসান হোমিও হেলথ কেয়ার’র উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বগুড়ায় হাসান হোমিও হেলথ কেয়ার’র উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের নবাববাড়ী সড়কে তালুকদার শপিং সেন্টারের দ্বিতীয় তলায় হাসান হোমিও হেলথ কেয়ার’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু ফিতা কেটে হেলথ কেয়ারটির উদ্বোধন ঘোষণা করেন।


 
এসময় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. এসএম মিল্লাত হোসেন, হাসান হোমিও হেলথ কেয়ার’র স্বত্ত্বাধিকারী ডা. হুমায়ন কবীর, ডা. হাসান আলী, ডা. সহিদুর রহমান, ডা. আব্দুল আলীম, ডা. শাজাহান আলী, দৈনিক উত্তরের খবর’র নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু, কাজী সৈয়দ তৈমুর কবীর, জেলা ছাত্রসমাজের আহবায়ক ফরহাদ আলী খোকন, যুগ্ম-আহবায়ক প্রভাষক সাহাদত জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনের আগে হেলথ কেয়ারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসালয়ের সার্বিক সফলতাসহ দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ