রাজশাহী: রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলা বুধবার (৩০ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত এ মেলার শেষ দিনে সরকারি বিভিন্ন দফতরের উন্নয়ন কর্মসূচি নিয়ে সেমিনার ও রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে নগর ভবনের গ্রীন প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
সেমিনারে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সহকারী প্রধান প্রকৌশলী খালেদা ইয়াসরিবা রিমা, শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী দীপক কুমার মন্ডল, সিভিল সার্জন অফিসের ডা. ফরিদ হোসেন, পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক এ কে জাকিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী নিজ নিজ দফতরের উন্নয়নকাজের চিত্র তুলে ধরেন।
এ অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএস/এসইউ