ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীর লোহালিয়া নদীতে লঞ্চ আটকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পটুয়াখালীর লোহালিয়া নদীতে লঞ্চ আটকা

পটুয়াখালী: পটুয়াখালীর লোহালিয়া নদীর ডুবোচরে আটকা পড়েছে গলাচিপা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি বাগেরহাট-২ লঞ্চ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



এর কিছু সময় পর অন্য লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় আটকা পড়া লঞ্চের প্রায় সহস্রাধিক যাত্রী।

বাগেরহাট-২ লঞ্চটি চরে আটকা থাকলেও জোয়ার আসলে তা গলাচিপার উদ্দেশে চলে যেতে পারবে।

পটুয়াখালী লঞ্চঘাটের সুপারভাই এম ফারুক আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পটুয়াখালী শহর সংলগ্ন লোহালিয়া নদীর বেশ কয়েকটি ডুবোচরে শুকনো মৌসুমে ভাটার সময় বেশ কিছু লঞ্চ গলাচিপা-দশমিনায় আসা-যাওয়ার পথে আটকে যায়।

এমভি বাগেরহাট-২ লঞ্চটি গলাচিপা-ঢাকা রুটে ঈদ উপলক্ষে বিশেষ সার্ভিস হিসেবে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ