ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ মাদক ব্যবসায়ীর ১৫ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বরিশালে ২ মাদক ব্যবসায়ীর ১৫ বছর কারাদণ্ড ছবি : প্রতীকী

বরিশাল: বরিশালে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক মামলায় দুই জনকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম ও বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এসব রায় দেন।


 
দণ্ডপ্রাপ্তরা হলেন- গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার মান্নান শিকদারের ছেলে জাকির শিকদার এবং বরিশাল নগরীর শাহ পরান সড়কের দ্বিতীয় লেনের ভাড়াটিয়া কাজী আজহারুল ইসলামের ছেলে ইলিয়াস কাঞ্চন।  
 
তাদের মধ্যে জাকির শিকদারকে আট বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড এবং ইলিয়াছ কাঞ্চনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৩১ জুলাই রাতে গৌরনদীর মাহিলাড়ায় জাকিরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাড়ি থেকে ১৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ হোসেন একটি মামলা দায়ের করেন।  
 
একই বছরের ২০ আগস্ট জাকিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত নয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতে তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়।
 
২০১৩ সালের ৯ এপ্রিল মাদক ব্যবসায়ী ইলিয়াসের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ইলিয়াসের ঘর থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  
 
একই বছরের ৭ মে ইলিয়াসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত ১৩ জনের মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত মাসের কারাদণ্ডাদেশ দেয়।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ