মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় লাবনি আক্তার (২০) নামে এক কলেজছাত্রী গুল মেশানো পানি পান করে আত্মহত্যা করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নহাটার নারানদিয়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এরআগে দুপুরে বাবার সঙ্গে অভিমান করে নিজ ঘরে গিয়ে গুল পানিতে মিশিয়ে তা পান করেন লাবনি। বিকেল ৫টার দিকে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নহাটা বাজারের গ্রাম্য চিকিৎসক আশরাফ আলীর কাছে নিয়ে গেলে তিনি লাবনিকে মৃত ঘোষণা করেন।
লাবনি ওই গ্রামের রতন মণ্ডলের মেয়ে ও স্থানীয় নহাটা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, লাবনির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএটি/এসআর