ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ২১ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ভোলায় ২১ জেলের জেল-জরিমানা ছবি: প্রতীকী

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে ভোলা সদর ও চরফ্যাশনের ২১ জেলের এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও কামাল হোসেন এ আদেশ দেন।



সূত্র জানায়, মৎস্য বিভাগের একটি দল চরফ্যাশনের তেতুলিয়া নদীর পাঙ্গাশিয়া পয়েন্টে অভিযান চালিয়ে ১০ জেলেক আটক করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত আট জেলেকে এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে দেড় হাজার টাকা জরিমানা করেন।
 
অপরদিকে, ভোলা সদরের মেঘনা নদীর তুলাতলী পয়েন্ট থেকে মৎস্য বিভাগের একটি দল ১১ জেলেকে আটক করে। এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালত হাজির করলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ ও জাল মেঘনার তীরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইলিশের প্রজনন মৌসুমে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ