সাভার (ঢাকা): সাভারে প্রকাশ্যে মদ্যপান করার অভিযোগে হুমায়ন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সুমন ও আনোয়ার নামে আরো দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্ল্যা এ কারাদণ্ড দেন।
সকালে সাভারের মিটন গ্রাম থেকে তাদের আটক করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লিটার মদসহ আটক করা হয় তাদের।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসইউ