যশোর: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার ব্যবসায়ী আব্দুস সামাদ হত্যা মামলার এজহারভুক্ত আসামি সন্ত্রাসী আমিরুল ও সাইফুলকে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোলের ঘিবা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সামাদ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আমিরুল ও মামলার এজহারভুক্ত আসামি সাইফুলকে আটক করে বিএসএফ সদস্যরা। বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় বেনাপোলের ঘিবা সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক শেষে দুই সন্ত্রাসীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে, বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
আটক আমিরুলের বিরুদ্ধে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুঁলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও বোমাবাজির মামলা রয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের নসির উদ্দিনের ছেলে পান ব্যবসায়ী আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে মাসুদ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমজেড
** বেনাপোলে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা