ভোলা: ভোলা সদরের চর সামাইয়ায় পল্লী চিকিৎসক নূরে আলমের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নূরে আলমের পরিবার সংশ্লিষ্ট আদালতে এ মামলা দায়ের করে।
এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হামলার ঘটনায় কোর্টে মামলা হলেও এখনও তার আদেশ থানায় এসে পৌঁছায়নি। আদেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নূরে আলমের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে ভোলা সদরের চর সামাইয়া এলাকাবাসী। মঙ্গলবার পুরো ইউনিয়নজুড়ে হামলাকারীদের বিচার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকার মানুষ। পাঁচ শতাধিক মানুষের এই বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শান্তির হাট বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অন্যদিকে, হামলার পরপরই বিক্ষুব্ধ জনতার ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে তিন অভিযুক্ত আনোয়ার, ইউসুফ, মামুন ও তার পরিবার। এলাকা ছেড়ে তারা ঢাকার সাভার ও গাজীপুরে অবস্থান করছে বলে জানা গেছে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চর সামাইয়ার বাদশাহ মার্কেট সংলগ্ন এলাকায় মোটর সাইকেলযোগে এসে নূরে আলমের ওপর অতর্কিত হামলা চালায় আনোয়ার (৩১), ইউসুফ (২৮) ও মামুন (২০)। তারা নূরে আলমকে বগি দা ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।
স্থানীয়রা জানান, মাত্র এক মিনিটের মধ্যেই নূরে আলমের গায়ে ধারালো অস্ত্র দিয়ে ১৪টি কোপ দিয়ে মোটর সাইকেলযোগেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। তারা তিনজনই চর সামাইয়ার ৫ নং ওয়ার্ডের মোশারফ হোসেন কুট্টির ছেলে।
মুমূর্ষু নূরে আলমকে তৎক্ষণাৎ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এখন সেখানেই চিকিৎসা চলছে তার।
স্থানীয়দের তথ্য মতে, অনেক আগ থেকেই আনোয়ার, ইউসুফ, মামুনের বিরুদ্ধে চাচাতো ভাইসহ অনেকের ওপর হামলার অভিযোগ রয়েছে। আনোয়ার ও ইউসুফ তাদের চাচাতো ভাই মাইনুদ্দিনকে ইট দিয়ে মাথায় আঘাত করলে দীর্ঘদিন চিকিৎসা করেও তাকে বাঁচানো যায়নি। গত রোজার ঈদের সময় স্থানীয় খেয়াঘাটের এক তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে মামুন। মামুন একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার মালামাল ক্রোকেরও নির্দেশ আছে আদালতের।
এলাকাবাসীর মতো বড় চর সামাইয়ার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এবং চর সামাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা পালোয়ানও নূরে আলমের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এইচএ/