ফরিদপুর: ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ছয়জনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বরের গ্রুপের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নুরুদ্দীন মাতুব্বরের গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
পুলিশ ওই ঘটনায় ১২ জনকে আটক করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) ওই ১২ জনের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। বিকেল ৪টার দিকে নিজ কার্যালয়ে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন। তিনি জানান, এলাকায় গোলযোগ সৃষ্টি করার দায়ে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের মো. ইসাহাক (৩০), ফরিদ শেখ (২৯), রাশেদ শেখ (৩৮), মো. আরশাদ (৩৫), রকিবুল মাতুব্বর (১৮) ও মহিত খান (২২)।
এদিকে ওই সংঘর্ষে নিহত আবুল হোসেনের মরদেহ এলাকায় এনে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, আবুল হোসেনের মরদেহ বুধবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, আবুলের মৃত্যুর খবর এলে এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তরে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএসআর