ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় জহুর উদ্দিন (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুর উদ্দিন উপজেলার ভাঙনামারি ইউনিয়নের দুবরার চর গ্রামের বাসিন্দা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৮টার দিকে স্থানীয় কৃষক জহুর উদ্দিন সিএনজি চালিত অটো রিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ির চাপায় মারাত্মœক আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমএ/