ঢাকা: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনএজেড বাংলাদেশ লিমিটেড নামে ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের অফিসার হাসিবুর রহমান এ প্রতিবেদককে জানান, বুধবার সন্ধ্যায় কাপড় শুকানোর মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজনই নিভিয়ে ফেলে।
তিনি বলেন, আগুনে কারখানার ওই মেশিনটি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমএ