ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

শোক দিবস অবজ্ঞা করায় ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
শোক দিবস অবজ্ঞা করায় ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: জাতীয় শোক দিবসের অনুষ্ঠান নিয়ে অবজ্ঞা প্রকাশ করায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরে (ডিআইএ) ৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি নির্দেশনা থাকার পরেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে না আসায় তাদের শোকজ করা হয়েছে।



শোকজ পাওয়া চারজন হলেন- শিক্ষা পরিদর্শক আবুল কালাম আজাদ, অফিস সহকারী বোরহার উদ্দিন, লিয়াকত আলী এবং মোসলেম উদ্দিন।

ডিআইএ-এর পরিচালক অধ্যাপক মুফিজ উদ্দিন আহমেদ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, জাতির পিতার শাহদাৎ বার্ষিকীর রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশ আছে।

ওইদিন সকালে ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু ওই চার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হননি। আগে থেকে কোন ছুটিও নেননি তারা।

সরকারি আদেশ না মানায় তাদের শোকজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জবাব পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ