ঢাকা: বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রবীণদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তিসহ সব ক্ষেত্রে তাঁদের অধিকার সুনিশ্চিত করাই আমাদের প্রত্যয়।
সরকারিভাবে দিবসটি পালনে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর সমাজসেবা অধিদফতর মিলনাতনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এবং জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এম. আর খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে এ দিন সকাল ১০টায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান থেকে সমাজসেবা অধিদফতর, আগারগাঁও পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেশের এক কোটি ৩০ লাখ জ্যেষ্ঠ নাগরিককে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর সিনিয়র সিটিজেন ঘোষণা করা হয়। এর আগে ২০১৩ সালের ১৮ নভেম্বর ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে স্বীকৃতির বিধান রেখে জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হয় ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি।
** জ্যেষ্ঠ নাগরিকের সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএমএ/আরআই