ঢাকা: রাজধানীর পুরানা পল্টন থেকে ৩ মানব পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
এ সময় তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, ক্রেডিট কার্ড এবং নগদ টাকাসহ ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলির একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন ও গোপাল রাজ।
র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কামরান কবীর উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসামিরা সাধারণ মানুষকে টাকার বিনিময়ে বিদেশে পাঠিয়ে আবার সেখানে তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫৩০ রিঙ্গিত, ৩০ রুপি, নগদ ৪৬ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ৯টি ক্রেডিট কার্ড, ১১ লাখ ৭০ হাজার টাকার ৯টি চেক এবং ৮টি ব্যাংকের চেক বই জব্দ করা হয় জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব সূত্র জানায়, চলতি বছরের ২২ সেপ্টেম্বর মো. অপু শেখকে (৩১) মালয়শিয়াতে অপহরণ করে এই চক্রের সদস্যরা। পরে অপুর পরিবারের কাছে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিলো তারা।
অপহৃত অপুর পরিবারে দেওয়া অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে র্যাব। মুক্তিপণের টাকা দেওয়ার পর অপহৃত মুক্ত হলে সিঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে এই তিন আসামিকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসজেএ/ এমএ