ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ৯ বস্তা কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ভোলায় ৯ বস্তা কারেন্ট জাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৯ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে সদরের মেঘনার ইলিশা পয়েন্ট এ অভিযান পরিচালিত হয়।



কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী ফ্লোটিলা লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড। পরে লঞ্চের ভেতর থেকে ৯ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। সেখানে কয়েক লাখ মিটার কারেন্ট জাল ছিল।

সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ