ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভেঙে পড়েছে সেতুর অংশ, ঝুঁকিপূর্ণ যান চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
গাজীপুরে ভেঙে পড়েছে সেতুর অংশ, ঝুঁকিপূর্ণ যান চলাচল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর বাইমাইল সেতুর স্লাব ভেঙে পড়েছে। এতে ওই সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করতে হচ্ছে।



বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ সেতুর তিন ফুট জায়গার স্লাভ ভেঙে পড়ে। এ সময় বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যানচলাচলের ক্ষেত্রে সতর্কতা সৃষ্টি করতে সেতু এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের বাইমাইল এলাকায় ব্রিজের মাঝে হঠাৎ করে স্লাব ভেঙে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের ভাঙা জায়গার দুই পাশে গাছের খণ্ডিত অংশ ও লাল নিশান টানিয়ে দেওয়া হয়।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে ভারী যানবাহন অন্য সড়ক দিয়ে চলাচল করতে বলা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ব্রিজটি ঝুকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। ছোট যানবাহনগুলো মহাসড়কের এক লেন দিয়ে চলাচল করছে। এতে গাড়ির গতি ধীর হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ