সিরাজগঞ্জ: ‘আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে কোনো সূচকেই এগিয়ে গেছে, এখন তা সবাই স্বীকার করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা তার কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। জাতিসংঘ তাকে সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পদকে ভূষিত করে দেশবাসীকে সম্মানিত করেছে।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মজিদ মন্ডল, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ বক্তব্য দেন।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায়, জেলা গণপূর্ত অধিদফতর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহফুজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী তাবিবুর রহমান তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জে উন্নয়ন মেলা শুরু হয়।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএ