কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত (৭০) পরিচয়ে এক রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার আকতাপাড়া-নোয়াহাটা এলাকার আঞ্চলিক সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রাতে আকতাপাড়া-নোয়াহাটা এলাকার মধ্যবর্তী স্থানের রাস্তায় রিকশার নিচে এক বৃদ্ধের গলা কাটা মরদেহ দেখে এলাকাবাসী থানা খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএ