ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় অপহৃত সৌদি প্রবাসী উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
আখাউড়ায় অপহৃত সৌদি প্রবাসী উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রাম থেকে অপহৃত সৌদি আরব প্রবাসী জালাল মিয়াকে (৫০) উদ্ধার করেছে পুলিশ।

এ সময় সোহেল (৩২), রুবেল (৩০) ও ওয়াসিম (৩২) নামে তিন অপহরণকারীকে আটক করা হয়।



ব‍ুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিন অপহরণকারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইসমত আরা এ্যানি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক ৩ অপহরণকারী গত মঙ্গলবার রাতে একই গ্রামের সৌদি প্রবাসী জালাল মিয়ার বাড়িতে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় জালালকে মেরে ফেলার হুমকি দেন তারা।

পরে বুধবার সকালে আখাউড়া পৌর এলাকার বড় বাজারের নৌকা ঘাট থেকে জোর করে মোটরসাইকেলে করে জালালকে নিয়ে যান এই তিন তরুণ। পরে জালালকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে তারা।

ইসমত আরা জানান, এক পর্যায়ে জালালের ছোট ভাই জাফর মিয়া পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে পুলিশ গ্রামবাসীর সহায়তায় সদর উপজেলার কোড্ডা গ্রাম থেকে অপহরণকারীকে আটক এবং অপহৃত জালালকে উদ্ধার করে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ