গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ভোগড়া বাইপাস এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- কিশোরগঞ্জের টোকারকান্দি গ্রামের বরজু মিয়ার ছেলে শিবলী মিয়া (৩০) ও ময়মনসিংহের যাত্রাডি গ্রামের আক্কাছ আলীর ছেলে নাসির উদ্দিন (২৮)। দু’জনই ভোগড়া বাইপাস এলাকায় বাড়ি ভাড়া থেকে মাছের ব্যবসা করতেন।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহারুল আলম দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোগড়া বাইপাস এলাকায় নারায়ণগঞ্জ থেকে আসা টাঙ্গাইলগামী কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকা থেকে আসা গাজীপুরগামী যাত্রীবাহী বলাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চাপায় ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী শিবলী ও নাসির উদ্দিন মারা যান। বলাকা পরিবহনের বাসটি মোড় পার হওয়ার সময় টাঙ্গাইলগামী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এসআই আরও জানান, নিহত দু’জন স্থানীয় মাছের আড়তে গিয়েছিলেন। সেখান থেকে রিকশা করে ফেরার সময় ওই দুর্ঘটনায় পড়েন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যানটি আটক করা হলেও দু’টি গাড়িরই চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫/আপডেট ১৪৪৩ ঘণ্টা
এমএ/এইচএ