ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকা থেকে সাইদুল ইসলাম (২৮) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টর দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে ওই এলাকার মিজান গ্যারেজ নামে একটি টিনশেড বাড়ি থেকে সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এস আই সাইফুল।
তিনি বলেন, মরদেহে কিছুটা পচন ধরেছে। ওই বাড়িতে তিনি একাই থাকতেন। তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এজেডএস/জেডএফ/এমএ