ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া থেকে ১৭ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবাসহ টুকু বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ জানায়, টুকু বেগম দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাতে আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে টুকু বেগমকে আটক করে। পরে তার তথ্য অনুযায়ী নিজ বসতবাড়ি থেকে ১৭ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা উদ্ধার করে।
ঝিনাইদহ র্যাব-৬ এর স্কট কমান্ডার রমজান আলী বাংলানিউজকে জানান, আটক নারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/পিসি