কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে মঞ্জিল মিয়া (৪৬) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মঞ্জিল মিয়া উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাতে কাইকুরদিয়া এলাকার রাস্তার পাশে গলা কাটা অবস্থায় মঞ্জিলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার বাংলানিউজকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএটি/পিসি