ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ভূমিহীন চাষিদের ইউনিয়ন পরিষদ ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
চিরিরবন্দরে ভূমিহীন চাষিদের ইউনিয়ন পরিষদ ঘেরাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছেন ওই ইউনিয়নের ভূমিহীন ও বর্গাচাষিরা।

বৃহস্পতিবার (১ লা অক্টোবর) বিকেল সাড়ে ৩টার সময় চাষিরা সনদপত্রের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষাভ প্রদর্শন করেন।



এতে স্থানীয় আদিবাসী নেতা ছাদেক মুর্মু ও ইঞ্জিনিয়ার এসআই সফিকসহ স্থানীয়রা অংশ নেন।

বিক্ষোভকালে বক্তারা বলেন, এ এলাকার শত শত পরিবার ভূমিহীন। সনদপত্র পেলে ভূমিহীন ও বর্গাচাষিরা বাড়িঘর তৈরির মতো জায়গা পেতে পারেন।

ঘেরাও কর্মসূচি শেষে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আদিবাসী চাষিদের বৈঠক হয়।

এ সময় চেয়ারম্যান তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদনের পরামর্শ দিয়ে সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ