ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জাল টাকা ও ইয়াবাসহ গ্রেফতার পাঁচজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
ফরিদপুরে জাল টাকা ও ইয়াবাসহ গ্রেফতার পাঁচজন কারাগারে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালীতে জাল টাকা ও ইয়াবাসহ গ্রেফতারকৃত পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই লক্ষাধিক টাকার সমমূল্যের জাল নোট ও এক হাজার ২৪১টি ইয়াবা ইয়াবাসহ ওই পাঁচজনকে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে ফরিদপুর কারাগারে পাঠানো হয়।  

বুধবার রাত দশটার দিকে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের দীপক কুণ্ডুর বাড়িতে অভিযান চালিয়ে দুই লাখ নয় হাজার টাকার মূল্যের ২০৯টি এক হাজার টাকার জাল নোট ও ৩০৬টি ইয়াবা জব্দ করে। এ সময় গোহাইলবাড়ি গ্রামের দীপক কুণ্ডু (৩৪), রুবেল শেখ (২৫) ও মো. নাজির শেখ (২৪) এবং মাধবপুর গ্রামের মো. আকরামকে (২৬) গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে দীপক কুণ্ডুর বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা ও ইয়াবাসহ ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানার ওসি একে এম আমিনুল হক জানান, এ ব্যাপারে র‌্যাবের ডিএডি রফিকুল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ও মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত ওই চারজনকে আসামি করে দু’টি পৃথক মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
অন্যদিকে বুধবার রাত ১২টার দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভীমপুর গ্রামের বাবুলের বাড়ির সামনে থেকে ৯৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ রুহুল মুন্সী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
   
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রুহুল মুন্সী একাধিক মামলার আসামি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ