ঢাকা: মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার ও আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে সংস্থাটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
শান্তিপূর্ণ আন্দোলন প্রত্যেক নাগরিকের অধিকার উল্লেখ করে বলা হয়, প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছে তার তদন্ত হওয়া উচিত।
আসকের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে, তারা যেন সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগে জড়িতদের শাস্তি নিশ্চিত করার।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ