ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বাগমারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বাগমারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় পানিতে ডুবে রবিউল ইসলাম রবি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

রবি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামার গ্রামের ভটভটি চালক বাবুল হোসেনের ছেলে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খেলা করতে করতে পুকুরে যায় রবি। এ সময় পা ফসকে পানিতে পড়ে যায় সে। পরে এক প্রতিবেশী পুকুরে গোসল করতে নামলে পানির তলায় কিছু আটকায়। এরপর তা ওঠিয়ে দেখেন বাবুল হোসেনের ছেলে রবি।

তিনি জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবির পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ