চাঁদপুর: মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় মা ইলিশ নিধনের দায়ে ২৪ জেলেকে এক ও দুই বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এছাড়া বয়স কম হওয়ায় আটকদের মধ্যে একজনকে জরিমানা ও আরেকজনের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
দিনব্যাপী জেলা টাস্কফোর্সের অভিযানে চালিয়ে মেঘনা নদীর হরিনা ও দোকানঘর এলাকায় মাছ ধরার সময় ৩০ হাজার মিটার কারেন্টজালও জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর ও বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৪ জেলেকে এ কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ ও আবদুল্লা মো. সাদিদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান চাকমা।
চাঁদপুর নৌ-পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে গনি মিজি (২২), আবুল কাশেমকে (২৫) দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক কাঞ্চন গনি (২২), জাকির (১৮), সহিদ গাজী (২৫), রহিম (৫৫), দেলোয়ার হোসেন (২৫), আবদুল মালেক (৪০), আবুল খায়ের (৩২), শাহাজালাল (২৫), মানিক মিয়া (২০), আকতার মাজী (২৪), আনোয়ার হোসেন (২০), আবদুল রশিদ (৩০), নুর মোহাম্মদ (৩০), আনোয়ার হোসেন (৩২), কালু মিয়া (৩০), জাহাঙ্গীর (২২), নাজমুল হোসেন (২৪), সুলতান (২২), সুমন (২০), সলেমান (২২), হযরত আলী (৩০) ও জাকির হোসেনকে (২২) এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসময় আটক জেলে নবীন হোসেনকে (১৭) ৫ হাজার টাকা জরিমানা এবং ইমরান হোসেন (১৪) ও সবুজকে (১০) বয়স কম হওয়ায় স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান জানান বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষার্থে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় লগ্গীমারারচর থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসএইচ