ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ৬ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার হাসপাতাল রোড এলাকার এসব ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার।
তিনি জানান, বৈধ কাগজপত্র না থাকায় আধুনিক, মিতালী, রিফাত, গ্রামীণ সাথী, লাইফ লাইন ও বাবু ডায়াগনোস্ট্রিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ/।