ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রিভিউ আবেদন করবেন মুজাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
রিভিউ আবেদন করবেন মুজাহিদ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জানাবেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।

মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা।



জেলগেটে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির সাংবাদিকদের জানান, তার (মুজাহিদ) হাতে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেওয়া হয়েছে। তিনি রিভিউ আবেদন করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ১৯১ পৃষ্ঠার। এই দীর্ঘ জাজমেন্ট আলী আহসান মোহাম্মদ মুজাহিদ পর্যালোচনা করবেন। এবং রিভিউ আবেদনের আগে তিনি তার আইনজীবীদের সঙ্গে আরও একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

শিশির মনির বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মনে করেন, রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অনুমানের ভিত্তিতে এ অভিযোগগুলো আনা হয়েছে। একাত্তরে বুদ্ধিজীবী হত্যার ঘটনায় ১৯৭২ সালে ৪২টি মামলা হয়। এর কোনোটাতেই আসামির তালিকায় তার নাম ছিল না। সেই সঙ্গে এ হত্যা মামলায় একই বছর একটি তদন্ত কমিটি গঠিত হয়। এ কমিটির আহ্বায়ক ছিলেন জহির রায়হান। কমিটির বাকি দুই সদস্য ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমীরুল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ। ওই তদন্ত কমিটির প্রতিবেদনও আজ পর্যন্ত রাষ্ট্রপক্ষ আদালতে পেশ করেননি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছাত্র ছিলেন। তার ওপর এসব অপরাধের দায়-দায়িত্ব ইচ্ছে করেই চাপানো হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আশা করছেন, রিভিউয়ের পর আদালত তার পক্ষে রায় দেবেন ও সব ধরনের অভিযোগ থেকে তাকে খালাস দিয়ে দণ্ড মওকুফ করবেন।

আইনজীবীদের পক্ষে শিশির মনির বলেন, আমাদের আরও কিছু পর্যালোচনা রয়েছে এ ব্যাপারে।

কোন কোন গ্রাউন্ডে রিভিউ আবেদন করা হবে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উল্লেখযোগ্য একটি গ্রাউণ্ড হলো, মুজাহিদের বিরুদ্ধে আনীত অভিযোগ- ১৯৭১ সালে তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন, তা সম্পূর্ণভাবে মিথ্যা। রাষ্ট্রপক্ষ এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেননি।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা আপিল বিভাগের সংশ্লিষ্ট বিভাগে রিভিউ আবেদন করবো। সুপ্রিম কোর্ট এখন অবকাশে রয়েছেন। ৩১ অক্টোবর এ অবকাশ শেষ হওয়ার পর রিভিউ আবেদনটি করা হবে।

শনিবার (০৩ অক্টোবর) সকালে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনিরসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম তার সঙ্গে কারাগারে দেখা করেন। সকাল ১০টা ২০ মিনিটে কারাগারের গেটে পৌঁছে ভেতরে যান তারা। মুজাহিদের সঙ্গে আধা ঘণ্টার মতো কথা বলেছেন বলেও জানান শিশির মনির।

মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ১৬ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ দু’জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর বৃহস্পতিবার (০১ অক্টোবর) দু’জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয়।

সে থেকে দু’জনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫/আপডেট: ১৪৩৩ ঘণ্টা
এনএইচএফ/এমজেএফ/আরএইচ/এএসআর

** মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ