ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কাফরুলে গ্যাস লাইনে আগুনের ঘটনায় দগ্ধ জাহিদের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
কাফরুলে গ্যাস লাইনে আগুনের ঘটনায় দগ্ধ জাহিদের মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুলে গ্যাস লাইনে আগুনের ঘটনায় দগ্ধ কিশোর জাহিদ (১৪) মারা গেছেন।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।

গত ২৬ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে কাফরুলে পূর্ব সেনপাড়া এলাকার ৫৯০ নম্বর টিনশেড বাড়িতে গ্যাসের লাইন থেকে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হন। দগ্ধদের সবাইকে তাৎক্ষণিকভাবে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ ঘটনায় দগ্ধরা হলেন, ওই বাড়ির ভাড়াটিয়া এস এম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।

এদের মধ্যে দেলোয়ারের শরীরের ৪০ ভাগ, সালেহার শরীরের ২২ ভাগ, আমেনার শরীরের ১৮ ভাগ, আরমানের শরীরের ১৬ ভাগ, জাহিদের শরীরের ৪১ ভাগ ও ফাতেমার শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে সে সময় জানিয়েছিলেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ