ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহত শিশুটি হচ্ছে- উপজেলার আলগাদিয়া গ্রামের ইউসুফ মুন্সীর ছেলে বাদশা মুন্সী (৩)।

নিহত শিশুর মা রূপালি বেগম (৪২), উপজেলার দশখারদিয়া গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী ডালিম বেগম (৬০) এবং ভাঙ্গার আলগী গ্রামের লাল মিয়ার ছেলে সেকেন মিয়াকে (৪৪) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা বিশ্ব রোডে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে ভাঙ্গাগামী নসিমনের সঙ্গে মুকসুদপুরগামী যাত্রীবাহী গাড়ি স্বাধীন লিংকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  
 
হতাহতরা সবাই নসিমনের যাত্রী।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, আমরা খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ