ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা মোড়ে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিহত শিশুটি হচ্ছে- উপজেলার আলগাদিয়া গ্রামের ইউসুফ মুন্সীর ছেলে বাদশা মুন্সী (৩)।
শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা বিশ্ব রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে ভাঙ্গাগামী নসিমনের সঙ্গে মুকসুদপুরগামী যাত্রীবাহী গাড়ি স্বাধীন লিংকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হতাহতরা সবাই নসিমনের যাত্রী।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, আমরা খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএ