ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ইছামতি নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বেনাপোলে ইছামতি নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত সংলগ্ন ভারতীয় ইছামতি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।



পুলিশের ধারণা, শনিবার ভোরে ওই বৃদ্ধ দালালদের মাধ্যমে নৌকায় করে ইছামতি নদী পার হয়ে ভারতে যাচ্ছিলেন বা ভারত থেকে ফিরছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসফ) ধাওয়া খেয়ে তিনি নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। সকালে নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পোর্ট থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, মৃত ব্যক্তির পরনে সাদা ধুতি ও পাঞ্জাবি ছিল। শুক্রবার রাতে বা শনিবার ভোরে তিনি মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ