সিলেট: বিদেশি নাগরিক হত্যা পরিকল্পিত ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (০৩ অক্টোবর) প্রধানমন্ত্রী সিলেট থেকে ঢাকায় রওয়ানা হওয়ার পর ওসমানী বিমানবন্দরের বাইরের লাউঞ্জে এ মন্তব্য করেন বলে জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সারা বিশ্বে যখন দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করে তুলতে বিদেশি নাগরিক হত্যা করা হয়েছে।
বদরউদ্দিন কামরান আরও জানান, এসব হত্যাকাণ্ডের নেপথে কারা রয়েছে তা খুঁজে বের করে তাদের আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশের পাশাপাশি দেশের নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএএন/আরএইচ/এএ