ঢাকা: বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘সার্বজনিক স্থান, সবার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) সকাল সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে হাইকোর্ট চত্বরে এসে শেষ হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও দেশে বিশ্ব বসতি দিবস পালন করা হচ্ছে। পাবলিক স্পেসগুলোতে সবার অধিকার নিশ্চিত করাই এবারের ‘ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে’র অঙ্গীকার।
পাবলিক স্পেসগুলোতে সর্বসাধারণের অধিকার নিশ্চিত করার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
![](files/rally1_761038070.jpg)
র্যালিতে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারউজ্জামান, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূইয়াও অংশগ্রহণ করেন।
ঘোড়ার গাড়ি, সুসজ্জিত বাদকদল নিয়ে অনুষ্ঠিত র্যালিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (রিহ্যাব) সরকারি-বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়।
দিবসটি উপলক্ষে সকাল নয়টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এইচআর/জেডএস