ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
গাজীপুরে ইয়াবাসহ যুবক আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রাম থেকে ১৬০ পিস ইয়াবাসহ ইব্রাহিম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ইব্রাহিম ওই এলাকার আলী হোসেনের ছেলে।



কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম হোসেন জানান, রোববার (০৪ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রামে ইব্রাহিম হোসেন তার বাড়িতে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় রাতেই কালিয়াকৈর থানায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ