গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রাম থেকে ১৬০ পিস ইয়াবাসহ ইব্রাহিম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক ইব্রাহিম ওই এলাকার আলী হোসেনের ছেলে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম হোসেন জানান, রোববার (০৪ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রামে ইব্রাহিম হোসেন তার বাড়িতে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় রাতেই কালিয়াকৈর থানায় ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএস/জেডএস