ঈশ্বরদী(পাবনা): পাবনার ঈশ্বরদীতে সুজাউল ইসলামকে (৩৫) নামে পুলিশের এক কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সুজাউল ইসলাম পাবনার পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক(এএসআই)হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার(৫ অক্টোবর) সকালে পাকশী রেলওয়ে স্টেশনের কাছে ও পাকশী রেলওয়ে কলেজের পেছনের একটি হলুদক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে জানান, দায়িত্বপালন অবস্থায় রোববার(৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। রাতভর পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি, সোমবার(৫ অক্টোরব) সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো ছিল। দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, এএসআই সুজাউল ইসলাম এক বছর আগে পাকশী পুলিশ ফাঁড়িতে যোগ দেন। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তার গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, পরিকল্পিতভাবে সুজাউলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিসি/