ঢাকা: রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৪ পূর্ব সেনপাড়ায় একটি টিনশেড বাড়ির গ্যাস লাইনে আগুনের ঘটনায় দেলোয়ার হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার (০৩ অক্টোবর) একই ঘটনায় দগ্ধ জাহিদ (১৪) মারা যায়।
গত ২৭ সেপ্টেম্বর কাফরুল থানার মিরপুর-১৪ পূর্ব সেনপাড়ার একটি টিনশেড বাড়িতে গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে দু’জন মারা গেলেন।
** কাফরুলে গ্যাস লাইনে আগুনের ঘটনায় দগ্ধ জাহিদের মৃত্যু
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এজেডএস/টিআই