ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৮ মানবপাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
রাজধানীতে ৮ মানবপাচারকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কমলাপুর ও নয়া পল্টন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
আটকরা হলেন- মো. মতিন মিয়া (৪৭), মো. জাহাঙ্গীর আলম বাবু (৪৫), আবুল হোসেন (৮১), নুরুল ইসলাম (৩০), রেজাউল করিম সোহেল (৩১), মো. তৈয়ব আলী (৪৮), বেল্লাল হোসেন (৩৬) এবং আবুল হোসেন (৩৬)।


 
রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার (০৫ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৬৩৫টি পাসপোর্ট, ১৮টি দেশের দুই হাজার ২৬৫টি জাল ভিসা, ৯২৯টি জাল ভিসার স্টিকার/ হলোগ্রাম, ৫১টি লিবিয়ার ভিসা হলোগ্রাম, ৪১১টি বাংলাদেশি পাসপোর্টের ভিসার পাতা, ১২টি ভিসা এনডোর্সমেন্ট, ৮৭টি এনডোর্সমেন্ট ব্লাঙ্ক, ৪টি নেপালের ট্যুরিস্ট জাল ভিসা, ৫২টি বিভিন্ন দেশের ভিসার টেস্ট পেপার, ২৫ বান্ডেল ভিসা তৈরির পেপার, ২ পাতা মোজাম্বিকের ভিসার হলোগ্রাম, লেমেনেটিং মেশিন, ল্যাপটপ, স্ক্যানার, সিপিইউ, প্রিন্টারসহ ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্ধ করা হয়।

এছাড়া নগদ এক লাখ ২৮ হাজার টাকা ও একটি লাল রঙের প্রাইভেটকারও (চট্র মেট্রো-ঘ-১১-১৮৮০) জব্দ করে র‌্যাব।
 
সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১২টায় র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
 
আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমানবন্দরের কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে জানিয়েছে র‌্যাব।

তিনি বলেন, রাজধানীর মতিঝিল এলাকায় উত্তর কমলাপুর ইনসাফ হোটেলের ২১১ নং কক্ষে দু’জন আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য অবস্থান করছেন, গোপন সূত্রে খবর পাই।
 
এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩’র একটি দল রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ওই হোটেলে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য মো. মতিন মিয়া (৪৭) ও মো. জাহাঙ্গীর আলম বাবুকে (৪৫) বিভিন্ন দেশের ৫১টি জাল ভিসাসহ আটক করে।
 
তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, জাল ভিসাগুলো পল্টনে অবস্থানকারী মানবপাচারকারী চক্রের সদস্য মো. আবুল হোসেনের কাছ থেকে সংগ্রহ করেছেন।
 
এরপর তথ্যমতে নয়া পল্টনের ৪৭ নং কোরবান আলীর চায়ের দোকানে অবস্থানকরা মো. আবুল হোসেনসহ তার সহযোগী মো. নূর ইসলামকে ৩০টি লিবিয়ার জাল ভিসাসহ আটক করা হয়।
 
তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, জাল ভিসা তৈরি ও আন্তর্জাতিক মানবপাচারের সঙ্গে মো. রেজাউল করিম সোহেল ও মো. তৈয়ব আলী জড়িত।
 
তারা আরো জানায়, রেজাউল করিম সোহেলের বাড়ি ও অফিসে জাল ভিসা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে। এ তথ্যের ভিত্তিতে ‘ল্যাবিব এয়ার ইন্টারন্যাশনাল’ অফিসে অভিযান চালিয়ে মো. বেল্লাল হোসেন, মো. আবুল হোসেনকে বিভিন্ন ব্যক্তির ৫৯৫টি পাসপোর্টসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
 
মুফতি মাহমুদ খান বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে অবস্থিত এ আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রটি দীর্ঘদিন ধরে জাল ভিসা তৈরি করে অবৈধভাবে বিভিন্ন দেশে অভিবাসী প্রেরণ করে আসছে। চক্রটি  তাদের দালাল/এজেন্টের মাধ্যমে বিভিন্ন জেলা/উপজেলা থেকে গরিব লোকজনকে কৌশলে প্রভাবিত করে প্রবাসে উন্নত জীবন-যাপনের আশ্বাস দিয়ে পাসপোর্ট সংগ্রহ করে জাল ভিসা তৈরি করে সরবরাহ করে। এরপর মোটা অংকের টাকার বিনিময়ে তাদের অবৈধপথে বিদেশে প্রেরণ করে আসছিলো।
 
বেশিরভাগ ক্ষেত্রে তারা সমুদ্রপথে মালয়েশিয়া, থাইল্যান্ড ও  লিবিয়ায় লোক পাঠিয়ে থাকে।
 
তিনি বলেন, বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় আকাশপথে বিদেশে মানবপাচার করে থাকে চক্রের সদস্যরা। কেউ কেউ আবার স্থলপথে ভারত ও নেপাল হয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে থাকে।
Fake_visa_agent
তিনি বলেন, আসামি সোহেল মূলত পল্টনের ‘পায়েল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স’র দোকানে ডিজাইনার হিসেবে কর্মরত আছেন। তিনি কৌশলে বিভিন্ন দেশের আসল ভিসা সংগ্রহ করে মালয়েশিয়া, লিবিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের ভিসা জাল করে দালালের মাধ্যমে বিক্রি করতেন।
 
আটকদের বরাত দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা জানান, একটি জাল ভিসা তৈরিতে সোহেলের এক থেকে দেড় হাজার টাকা খরচ পড়ে। এর বিপরীতে দালালরা ১৫ থেকে ২০ হাজার টাকায় জাল ভিসা বিক্রি করতো।
 
তিনি জানান, এ ধরনের প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রেজাউল করিম সোহেলকে ২০১০ সালে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। এরপর জামিনে বের হয়ে সে আবার একই কাজে লিপ্ত হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫/আপডেট: ১৪০০ ঘণ্টা
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ