চাঁদপুর: মাদক সেবন করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জে আবদুর রাজ্জাক (৩২) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবদুর রাজ্জাক উপজেলার ৪ নম্বর কাঁলোচো ইউনিয়নের মাড়ামুড়া গ্রামের ইউছুফ খলিফার ছেলে।
হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার (০৭ অক্টোবর) রাতে উপজেলার মাড়ামুড়া এলাকা থেকে তিন পুরিয়া গাঁজাসহ আবদুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
পরে, আবদুর রাজ্জাককে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/এসএইচ