ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বাস টার্মিনালে ওয়াইফাই সেবা উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
সৈয়দপুর বাস টার্মিনালে ওয়াইফাই সেবা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় ওয়াইফাই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক।



সরকারের ডিজিটাল বিনির্মাণের অংশ হিসেবে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কার্যক্রম শুরু হলো।

এর আগে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় ওয়াইফাই সেবা কার্যক্রম চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র ও নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আখাতার হোসেন বাদল।
 
নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এবং সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মুসা জঙ্গী, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

অনুষ্ঠানে ওয়াইফাই সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইটি টেকশিয়ান সাকিব।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ